ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

সড়ক দুর্ঘটনার প্রতিবাদ এবং নিরাপদ সড়ক ব্যবস্থার দাবিতে গাজীপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। নিরাপদ পারাপারের ব্যবস্থা ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।

এলাকাবাসী জানান, তারা প্রায় আধাঘণ্টা মহাসড়ক বন্ধ রাখেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল শিক্ষার্থী ও আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা অংশ নেন। পরে আন্দোলনকারীরা স্বেচ্ছায় সড়ক ছেড়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

বডি ফ্যাশন ও আইসিএল কারখানার সিওও সাব্বির আহমেদ বলেন, নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের জন্য কোনো নিরাপদ ব্যবস্থা নেই। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এতে শ্রমিক ও স্থানীয় মানুষ আহত ও নিহত হচ্ছেন।

তিনি আরও বলেন, নাওজোর ফ্লাইওভারের পশ্চিম পাশে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ এখন অত্যন্ত জরুরি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, এলাকাবাসীর মানববন্ধনের কারণে ১০ থেকে ১৫ মিনিট মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করেছে এবং আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেন।

সংবাদটি শেয়ার করুন