ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ১২ তলা ভবনে ভয়াবহ অ’গ্নিকা’ণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় অবস্থিত জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া ৪২ জনকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

শনিবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানান।

তিনি জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। মাত্র ৮ মিনিটের মধ্যে, অর্থাৎ ৫টা ৪৫ মিনিটে, ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুনটি ভবনের নিচতলায় লাগায় ঘন ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে, এতে ভেতরে অবস্থান করা মানুষদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে পর্যায়ক্রমে মোট ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার ওসি শাহজাহান সিকদার জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্তও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এ সময় বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে ভবনের ভেতরে আটকে পড়া ৪২ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন