স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফর বলেছেন, গুলি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বামে বেরিয়ে গেছে। তিনি আরও বলেন, ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডিজি আবু জাফর জানান, ঢামেক হাসপাতালে অস্ত্রোপচারের পর হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে পৌঁছানোর সময় তার জিসিএস (গ্লাসগো কোমা স্কেল) সর্বনিম্ন ছিল, যা চিকিৎসকের চেষ্টায় কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন।
তিনি আরও ব্যাখ্যা করেন, হাদির ব্রেন ইনজুরি গুরুতর; গুলি কানের ডান দিক দিয়ে ঢুকেছে এবং বাম দিক দিয়ে বেরিয়েছে। ঢুকে যাওয়া অংশটি ছোট, কিন্তু বের হওয়া অংশটি বড় হওয়ায় ব্রেন ফুলে ফেঁপে গেছে এবং প্রেসার বেড়েছে। নিউরো সার্জন ডা. জাহিদ রায়হান ও তার টিম ব্রেন খুলে প্রেসার কমানোর জন্য অস্ত্রোপচার করেছেন। এছাড়া নাক ও গলার রক্তক্ষরণও চিকিৎসা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা সূত্রে জানা যায়, হাদি একটি রিকশায় বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী বাইতুস সালাম জামে মসজিদের সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলটি ছিল পল্টন ডিআর টাওয়ার ও বাইতুস সালাম জামে মসজিদের মাঝামাঝি সড়ক।




