ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গুলি’বিদ্ধ ওসমান হাদি এভারকেয়ারে

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য অবশেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ৫ মিনিটে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাকে সেখানে নেওয়ার জন্য রওনা করা হয়।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ জানান, শরিফ ওসমান হাদির শরীরে ডান দিক দিয়ে ঢোকা গুলি বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। তবে গুলির কয়েকটি ক্ষুদ্র অংশ তার মস্তিষ্কে থেকে গেছে।

তিনি আরও বলেন, সিনিয়র নিউরো বিশেষজ্ঞরা তার অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। সিটিস্ক্যানে দেখা যায়, অত্যন্ত ছোট কয়েকটি ধাতব অংশ (প্রিলেট) মস্তিষ্কে অবস্থান করছে। অপারেশনের সময় এসবের একটি বের করা গেলেও আরও দুটি অংশ মস্তিষ্কে রয়ে গেছে। এসব ক্ষুদ্র অংশের কারণে রোগীর ব্রেন প্রেসার বেড়ে গিয়ে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ থামানো এবং প্রেসার নিয়ন্ত্রণে আনতেই অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচার শেষে উন্নত পর্যবেক্ষণ ও চিকিৎসার সুবিধার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন