ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর বাড্ডায় বাসে আ’গুন

রাজধানীর বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের আগুন নিভে যায়। ফলে কোনো বড় ধরনের ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আমরা সংবাদ পাই। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ইউনিটগুলো সেখানে পৌঁছানোর আগেই বাসের আগুন সম্পূর্ণ নিভে যায়।

রোজিনা আক্তার আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন