ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গুলি’বিদ্ধ হাদিকে ঢামেক থেকে এভারকেয়ারে স্থানান্তর

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দীর্ঘসময় চিকিৎসা নেওয়ার পর শরিফ ওসমান হাদিকে অবশেষে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে ঢামেক থেকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর দলের নেতাকর্মীরা অ্যাম্বুলেন্সকে ঘিরে ছিলেন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হাদিকে ‘লাইফ সাপোর্টে’ রাখার কথা জানিয়ে তার অস্ত্রোপচার চলছিল বলে জানিয়েছিলেন পরিচালক। পরে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ারে পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন