ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটি বলছে, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ ধরনের হামলা করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে থেকেই বিএনপি নেতাকর্মীদের ওপর রহস্যজনক ও আকস্মিক হামলার প্রবণতা বেড়ে গেছে। তার বক্তব্য অনুযায়ী, ঢাকার স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দুপুরে গুলি করে গুরুতর আহত করা হয়েছে এবং তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
তিনি আরও বলেন, এর আগেও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ একই ধরনের সশস্ত্র হামলার শিকার হয়েছিলেন। এসব ঘটনার মাধ্যমে বোঝা যায় যে, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে সন্ত্রাসী তৎপরতা চলছে।
রিজভী অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও বিরোধী দলের নেতাদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা বাড়তে থাকলেও এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হচ্ছে না। তাই এসব হামলার প্রতিবাদেই তারা শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছেন।
আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপি ও দলের সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করবে বলে ঘোষণা দেন রিজভী। তিনি জানান, শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতেই এই কর্মসূচি পালন করা হবে।




