অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি বৈঠক ডেকেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।
বৈঠকের পেছনে প্রধান কারণ হিসেবে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা। এই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হওয়ায় উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসছে। বৈঠকের পর সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে।
এর আগে গুরুতর আহত ওসমান হাদির জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি সংশ্লিষ্টদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।




