ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিন দুপুরে শরিফ ওসমান হাদীকে গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় দুইজন অজ্ঞাত ব্যক্তি। এরপর দুপুর দুইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
অবস্থা সংকটাপন্ন হওয়ায় বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।




