ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তফসিলের পর হাদির ওপর হামলা অশনিসংকেত: আসিফ মাহমুদ

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করার ঘটনা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ‘অশনিসংকেত’ হিসেবে বর্ণনা করেছেন।

তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, “হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন—এই দোয়া করুন সবাই। সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জাতীয় নির্বাচনের তফসিলের পরপরই এরকম ঘটনা একটি অশনিসংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করুন।”

প্রসঙ্গত, আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে অস্ত্রধারীরা হাদিকে লক্ষ্য করে গুলি চালান। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিকেল ৪টার কিছু পরে গণমাধ্যমকে জানান, হাদির অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক)। তাঁকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তাঁর মাথার ভেতরে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন