ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গু’লিবি’দ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলীয় প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার বিকেল প্রায় ৪টার দিকে তিনি হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে চিকিৎসাধীন হাদির খোঁজখবর নেন।

এর আগে দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার বাম কানের নিচে বিদ্ধ হলে সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা গুরুতর। তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন