রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শরিফ ওসমান হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তাঁকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে এসে দুজন দুর্বৃত্ত ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর মাথায় লাগে। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের দপ্তর থেকে জানানো হয়, হাদির মাথার ভেতর বুলেটটি আটকে আছে এবং তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ঘটনার সময় ওসমান হাদির পেছনের রিকশায় থাকা মো. রাফি বলেন, জুমার নামাজ শেষে হাইকোর্টের দিকে যাওয়ার পথে বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি ছুড়ে পালিয়ে যায়।
ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।




