ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর ছাত্র–জনতাকে প্রস্তুত থাকার আহ্বান সাদিক কায়েমের

নির্বাচনের হওয়ার মধ্যেই রাজধানীতে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের কালভার্ট এলাকার কাছে অস্ত্রধারীরা ওসমান হাদির ওপর গুলি চালায়। দ্রুত উদ্ধার করে তাকে বিকাল ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি বিভাগে ভর্তি করা হয়। ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদের মতে, তিনি বর্তমানে কোমায় আছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে লেখেন, ওসমান হাদিকে গুলি করা হল। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

পরে সাদিক কায়েম আরেক পোস্টে বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে একজন প্রার্থীকে গুলি করা হল। খুবই অশনিসংকেত। পতিত ফ্যাসিস্টরা এই নির্বাচন প্রতিরোধে ইতোমধ্যে নানান কর্মসূচি ও হুমকি দিয়েছে। ফ্যাসিস্টদের দেশি-বিদেশি দোষররাও আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে দিতে চায় না। এমতাবস্থায়, প্রার্থীর উপর হামলায় নির্বাচন সুষ্ঠু হওয়া এবং প্রার্থীদের নিরাপত্তা প্রশ্নে আশঙ্কার সৃষ্টি করেছে।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং ঘটনাটির রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তা উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি তিনি সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন