ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তিন দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবসকে কেন্দ্র করে তিন দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দল এই কর্মসূচি ঘোষণা করেছে শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায়।

এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৯টায় বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং পরে একটি আলোচনা সভার আয়োজন করা হবে।

পরদিন, ১৫ ডিসেম্বর, বরেণ্য বুদ্ধিজীবী এবং বিএনপি নেতাদের উপস্থিতিতে আরও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তিন দিনের কর্মসূচি সমাপ্ত হবে।

সংবাদটি শেয়ার করুন