ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণা চলাকালীন দুর্বৃত্তরা গুলি চালিয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে ওসমান হাদির জন্য দোয়া চেয়ে লিখেছেন, “আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।”
উল্লেখ্য, ওসমান হাদি আগে থেকেই জানিয়ে এসেছেন যে তাকে আওয়ামী লীগের কিছু লোক হুমকি দিয়ে আসছে।




