ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি যেভাবে গুলি’বিদ্ধ হলেন

ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থল থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে হাসপাতালে আনা হয়েছে এবং তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে, নিশ্চিত তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা ঢামেকের সামনে সাংবাদিকদের জানান, তার জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন। তারা বলেন, প্রচারণার সময় মোটরসাইকেলে দুই ব্যক্তি গুলি চালায় এবং হাদি মাথায় গুলিবিদ্ধ হন।

এর আগে গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন ওসমান হাদি। ১৪ নভেম্বর তিনি ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, তাকে হত্যা ও বাড়িতে আগুন দেওয়ার হুমকির পাশাপাশি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন