শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে শুরু থেকেই লড়াই করতে হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে। ৩৪.৪ ওভার শেষে স্বাগতিকদের স্কোর ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান। সিরিজে ফিরতে হলে এখান থেকে একটি বড় জুটি গড়া ছাড়া উপায় নেই টাইগার যুবাদের।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ব্যাটিংয়ে নেমে কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। রান রেট (CRR) ৪.৭৮ যা বড় স্কোর গঠনের জন্য যথেষ্ট নয়। ইনিংসের মাঝপথে চাপ বাড়তে থাকায় ব্যাটসম্যানদের সতর্ক ও ধৈর্যশীল থাকতে হচ্ছে।
শুরুর দিকে দ্রুত তিন উইকেট হারানোর পর দলের ইনিংসকে ধরে রাখতে সংগ্রাম করছেন আদ্রিতো। তিনি ৪৬ বল খেলে করেছেন ২৮ রান। তার সঙ্গে নতুন ব্যাটার রাকিবুল এখনও বল মোকাবিলা না করায় রানের খাতা খোলেননি। দলের বড় সংগ্রহ এখন এই দুই ব্যাটসম্যানের ব্যাটেই নির্ভর করছে।
শ্রীলঙ্কার তরুণ পেসার ফিলিয়াঙ্গা দারুণ শৃঙ্খলা বজায় রেখে বোলিং করে অসুবিধায় ফেলেছেন বাংলাদেশকে। ৫.৫ ওভার বল করে তিনি দিয়েছেন মাত্র ১৫ রান এবং তুলে নিয়েছেন একটি গুরুত্বপূর্ণ উইকেট।
তার শেষ পাঁচ বল ০, ০, ০, ১, W—দেখায় কীভাবে টানা চাপ তৈরি করে তিনি উইকেট আদায় করেছেন। তার এই স্পেলেই বাংলাদেশের টপ অর্ডার প্রায় ছন্নছাড়া হয়ে পড়ে।সরাসরি খেলা দেখুন
সরাসরি দেখবেন যেভাবে
ওয়েবসাইট স্ট্রিমিং:
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে আমাদের ওয়েবসাইটে: আনন্দবাজার
ফেসবুক লাইভ সম্প্রচার:
এছাড়াও, Bangladesh Cricket : The Tigers ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন।
এছাড়াও, গুগলে গিয়ে আনন্দবাজার লিখে সার্চ করার পর ওয়েবসাইটে প্রবেশ করে খেলা (Sports) ক্যাটাগরিতে ক্লিক করে সব খেলার তথ্য সহজেই জানতে পারবেন।




