ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আগেই হত্যার হুমকি পেয়েছিলেন ওসমান হাদি

আগে থেকেই হামলার হুমকি পাচ্ছিলেন হাদি।

গত ১৪ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে হাদি অভিযোগ করেছিলেন যে, তাকে বহুদিন ধরে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন ও মেসেজের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তার ওপর নজরদারি চলছে এবং তার পরিবারকেও ক্ষতির হুমকি দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত তিন ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশী নম্বর থেকে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে।

সেই পোস্টে হাদি লেখেন, ‘আমার বাড়িতে আগুন দেওয়ার হুমকি এসেছে, এমনকি আমার মা, বোন ও স্ত্রীকে ভয়াবহ নির্যাতনের কথাও বলা হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক অবস্থানের কারণেই তাকে এসব ভয় দেখানো হচ্ছে বলে তার ধারণা।

হাদি তার পোস্টে আরও লেখেন, ‘লড়াইয়ের ময়দান থেকে আমি পিছু হটবো না। আমার আল্লাহর কাছে সাহস চাই, ন্যায়বিচারের পথে দাঁড়িয়ে থাকার শক্তি চাই।’ তিনি তার পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং আল্লাহর ওপর ভরসা রাখার কথা লিখেন।

ফেসবুক পোস্টের পরদিন তিনি আরও দুটি স্ক্রিনশট প্রকাশ করেন, যেখানে মধ্যরাতের পর বাংলাদেশসহ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য অজ্ঞাত স্থান থেকে আসা কল ও মেসেজের তালিকা দেখা যায় বলে তিনি জানান।

হাদির ওপর হামলার ঘটনার তদন্ত চলছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন