ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৮ প্রার্থী ওসমান হাদী কোমায় : চিকিৎসক

ইনকিলাব মঞ্চের মুখপাত্রআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেনতাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছেচিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে কোমায় রয়েছেন

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি শরিফ ওসমান হাদীর উপর গুলি চালায়

তাকে দ্রুত উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন, তার মাথায় গুলি লেগেছে এবং অবস্থা খুবই গুরুতর।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।” এই সময় হাদীর সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা জানিয়েছেন, তার জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, তারা শুনেছেন শরিফ ওসমান হাদী বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়, টিমের রিপোর্টের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন