ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলির আঘাতে আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। ঘটনার পর স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, গুলিবিদ্ধ হওয়ার ঘটনার কথা তিনি শুনেছেন, তবে ঘটনাস্থল কোথায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, বিস্তারিত তথ্য সংগ্রহের পর জানানো হবে।




