দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের একটি ওভার রীতিমতো আতঙ্ক হয়ে নেমে আসে মাঠে। শুরুতেই কুইন্টন ডি ককের ছক্কার ধাক্কায় তালগোল পাকিয়ে যায় তার লাইন–লেংথ। পরপর ওয়াইড করতে করতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এক ওভারে সবচেয়ে বেশি বল করার লজ্জাজনক রেকর্ড এখন তার নামে।
ডি ককের ছক্কায় ছিটকে গেলো নিয়ন্ত্রণ
চন্ডিগড়ে ম্যাচের ১১তম ওভার হাতে নিয়ে প্রথম বলেই আর্শদীপকে বড় ছক্কা হাঁকান ডি কক। সেই আঘাতের পর যেন পুরো ওভার জুড়েই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তিনি।
টানা দুটি ওয়াইড, বল ট্রামলাইনের অনেক বাইরে সতীর্থদের চোখে বিস্ময়। মাঝখানে একটি ডট পেলেও তা পরিস্থিতি ফেরানোর জন্য যথেষ্ট ছিল না। ওভারের শেষ অংশে আরও পাঁচটি ওয়াইড দেন এই বাঁহাতি পেসার।
১৩ বলের ওভার, খরচ ১৮ রান
এক ওভার সম্পন্ন করতেই তাকে করতে হয় মোট ১৩টি বল, তাতে দেন ১৮ রান। এতে আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর টি-টোয়েন্টি ইতিহাসে এক ওভারে সর্বাধিক বল করার রেকর্ডে যোগ হলো তার নাম।
নাভিন-উল-হকের সঙ্গে যৌথ রেকর্ড
গত বছর হারারে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের নাভিন-উল-হকও ১৩ বলের একই রকম ওভার করেছিলেন। এবার সেই বিব্রতকর তালিকায় যৌথভাবে জায়গা পেলেন আর্শদীপ।
গম্ভীরের রাগ, প্রতিক্রিয়া ভাইরাল
ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও আর্শদীপের এই ছন্দহীন পারফরম্যান্সে স্পষ্টতই ক্ষুব্ধ। মাঠের পাশে তার প্রতিক্রিয়ার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়েছে ব্যাপকভাবে।




