চণ্ডীগড়ে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৫১ রানে হারিয়ে সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে। ভারতের হাতে ১৮ বলে ৭২ রান করার প্রয়োজন থাকলেও শেষ দিকে তিলক বর্মা ও জিতেশ শর্মার ঝড়ো ব্যাটিং সাময়িকভাবে আশা জাগালেও শেষ পাঁচ উইকেট মাত্র ৫ রানের ব্যবধানে হারিয়ে ভারত ১৬২ রানে থেমে যায়, হাতে ৫ বল থাকতেই।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে। ওপেনার কুইন্টন ডি কক ৪৬ বলে ৯০ রান করে দলকে শক্ত ভিত্তি দেন। শেষ দিকে ডোনোভান ফেরেইরা ১৬ বলে ৩০* এবং ডেভিড মিলার ১২ বলে ২০* রান যোগ করেন।
জবাবে ভারতের হয়ে লড়াই চালান তিলক বর্মা, যিনি পাঁচ নম্বরে নেমে ৩৪ বলে ৬২ রান করেন। জিতেশ শর্মা দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন। ১৮তম ওভারে জিতেশ আউট হওয়ার পরই ভারতের ব্যাটিং ধস নামে।
পরবর্তী ওভারগুলোতে ওটনেইল বার্টম্যান তিনটি উইকেট নেন এবং শেষ ওভারের প্রথম বলে লুঙ্গি এনগিডি তিলককে আউট করে ভারতের ইনিংস শেষ করে।
সিরিজের তৃতীয় ম্যাচ ১৪ ডিসেম্বর ধর্মশালায় অনুষ্ঠিত হবে।




