২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে পরীক্ষার্থীরা অংশ নেবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে প্রবেশপত্রসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে; এরপর প্রবেশ পথ বন্ধ হয়ে যাবে।
এ বছর লিখিত পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে, যেখানে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
প্রবেশপত্র, কালো বলপয়েন্ট কলম, এইচএসসি/সমমানের প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কোনো ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস, ঘড়িসহ অন্য কোনো জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ।
লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএ যোগ করে চূড়ান্ত মেধাতালিকা নির্ধারণ করা হবে।
এই বছরের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ১৩,৫১টি। এমবিবিএস কোর্সে সরকারি কলেজে ৫,১০০ এবং বেসরকারি কলেজে ৬,০০১টি আসন রয়েছে। ডেন্টাল ইউনিটে সরকারি কলেজে ৫৪৫ এবং বেসরকারি কলেজে ১,৪০৫টি আসন বরাদ্দ রয়েছে।ষণে




