ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে: প্রেস সচিব

নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, বৈঠকে তিনটি নতুন আইন অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া মেট্রোরেলের ভ্যাট তুলে নেওয়া হয়েছে এবং খেজুর আমদানি শুল্কও কমানো হয়েছে। একই সঙ্গে দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

তিনি আরও জানান, গত ১৬ মাসে দুই হাজারাধিক আন্দোলন হয়েছে, তবে কোথাও সরাসরি গুলি চালানো হয়নি। তবে ভবিষ্যতে যদি কোনো দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ করা হয়, তখন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ৩৬ জনের পরিবারকে এককালীন ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া আহতদের জন্য ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন