ঢাবি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার রাতেই টিএসসি চত্বর থেকে শুভেচ্ছা মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
ঘোষণার পরপরই সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে মিছিলে যোগ দেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আবার টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা “২০২৬ মার্কা মোদের ধানের শীষ”, “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, “খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন”সহ নানা স্লোগান দেন।
সমাবেশে সংগঠনের সভাপতি গোনেশ চন্দ্র রায় সাহস বলেন, গত চারটি নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের কারণে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ আবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, যোগ্য প্রার্থী ও উপযুক্ত প্রতীক দেখে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও জানান, তারেক রহমানের ‘৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে মাঠে গণসংযোগ জোরদার করা হবে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে কাজ করবে ছাত্রদল। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করার কথাও উল্লেখ করেন তিনি।




