ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২৯ ডিসেম্বর পর্যন্ত নেওয়া যাবে মনোনয়নপত্র, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার জাতীর উদ্দেশে তাঁর ভাষণে ভোটসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ বছর ভোটের সময়সীমায় এক ঘণ্টা অতিরিক্ত যোগ করা হয়েছে, যা ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রাখা হয়েছে ২৯ ডিসেম্বর। আর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই–বাছাই চলবে। প্রার্থীরা ২০ জানুয়ারি পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করা যাবে।

সিইসি তাঁর ভাষণে বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কমিশনের প্রধান লক্ষ্য। তিনি জানান, ইতোমধ্যে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও পোস্টাল ভোট ব্যবস্থাকে আরও কার্যকর করা হয়েছে।

এবারের নির্বাচনে সংসদীয় ভোটের ব্যালট থাকবে সাদাকালো, আর গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন