ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

আজ (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে ভোটের দিন ঘোষণা করেন। নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এ বছরের জন্য ভোটের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটের রঙ হবে সাদাকালো, আর একই দিনে অনুষ্ঠিত গণভোটের ব্যালটের রঙ নির্ধারণ করা হয়েছে গোলাপি। এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

সিইসির ভাষণ গতকাল বিকেলে রেকর্ড করা হয় এবং আজ বৃহস্পতিবার তা রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হয়।

দেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে ২০২৫ সালের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একই দিনে গণভোটের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন