ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইএসআইয়ের সাবেক প্রধানের ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই–এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) ফাইজ হামিদের বিরুদ্ধে চলমান বিচারের রায় ঘোষণা করেছে দেশটির সামরিক আদালত। দীর্ঘ ১৫ মাস বিচার প্রক্রিয়া শেষে তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, ২০২৪ সালের ১২ আগস্ট ফিল্ড জেনারেল কোর্ট মার্শালে (এফজিসিএম) ফাইজ হামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়। রাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ণ করা, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো, অফিসিয়াল সিক্রেট আইন ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও সরকারি সম্পদ ব্যবহার করে জনগণের ক্ষতিসাধনের অভিযোগে এই বিচার চলে। সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েই তিনি ১৪ বছরের কারাদণ্ড পেয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, পুরো বিচারপ্রক্রিয়া পাকিস্তান সেনাবাহিনী আইনের বিধান অনুযায়ী পরিচালিত হয়েছে। অভিযুক্তকে আইনের সব সুযোগ-সুবিধা প্রদান করা হয়, এবং তিনি সামরিক আদালতের ঊর্ধ্বতন ফোরামে আপিল করার অধিকারও রাখেন।

ফাইজ হামিদের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতা উসকে দেওয়া–সহ আরও কয়েকটি অভিযোগ এখনও তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে আইএসআইয়ের মহাপরিচালক নিযুক্ত হন ফাইজ হামিদ এবং ২০২১ সালে অবসর নেন। তার বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ ওঠে ২০২৪ সালে, যখন ইসলামাবাদের টপ সিটি হাউজিং সোসাইটির মালিক মইজ আহমেদ খান সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন। অভিযোগে বলা হয়—২০১৭ সালে আইএসআই ও রেঞ্জার্সের যৌথ অভিযানে সন্ত্রাসবিরোধী অপারেশনের নামে তার সম্পত্তি থেকে সোনা, হীরা ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়া হয়।

২০২৩ সালের নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশের পর তদন্ত শুরু হয় এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২০২৪ সালের আগস্টে ফাইজ হামিদকে গ্রেপ্তার করে সামরিক কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট এফজিসিএম তার বিরুদ্ধে কার্যক্রম শুরু করে।

সংবাদটি শেয়ার করুন