ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

দেশের বিচারব্যবস্থায় নতুন মাইলফলক যুক্ত হলো আজ। সুপ্রিম কোর্ট সচিবালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ৩টা ২০ মিনিটে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪–এ এই সচিবালয়ের কার্যক্রম শুরু করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সচিব ও রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকী, বিভিন্ন রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ৩০ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে। এর মধ্য দিয়ে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়।

গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়।

অধ্যাদেশ জারির পর সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়— বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিকভাবে আরও স্বাধীন ও কার্যকর করে তুলতে প্রধান বিচারপতি গত বছরের ২৭ অক্টোবর পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে প্রেরণ করেছিলেন। সেখানে প্রস্তাবিত সচিবালয়ের অর্গানোগ্রাম, রুলস অব বিজনেস সংশোধনের সুপারিশসহ পূর্ণাঙ্গ নথি পাঠানো হয়।

সংবিধানের ১০৯ অনুচ্ছেদে বর্ণিত লক্ষ্য অর্জন এবং হাইকোর্ট বিভাগের অধঃস্তন আদালতগুলোর তত্ত্বাবধান আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্দেশ্যে এই পৃথক সচিবালয়কে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের মতে, অধ্যাদেশ ঘোষণার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক সহযোগিতা বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের প্রত্যাশাকে বাস্তবে পরিণত করেছে।

সংবাদটি শেয়ার করুন