বাংলাদেশে অটিস্টিক এবং প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে চলমান আন্দোলন বৃহস্পতিবার নতুন উত্তেজনার সৃষ্টি করেছে, যখন ঢাকা থেকে যমুনা অভিমুখে যাত্রা করতে চাওয়া শিক্ষকদের লং মার্চ পুলিশ আটকে দেয়।
দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে যমুনার উদ্দেশে যাত্রা শুরু করলে কদম ফোয়ারার সামনে পুলিশ ব্যারিকেড তৈরি করে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। এতে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশি বাধার মুখে শিক্ষকরা সড়কের ওপর বসে পড়েন এবং তাদের দাবি আদায়ের পক্ষে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের কারণে তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।




