বাংলাদেশের ফুটবলপ্রেমীরা যে মুহূর্তের অপেক্ষায় ছিলেন, তা এখন একেবারে দোরগোড়ায়। তরুণ ফুটবল প্রতিভাদের নিয়ে আয়োজিত এএফবি ল্যাটিন–বাংলা সুপার কাপ ২০২৫ এবার জমকালো ফাইনালে নিয়ে আসছে ফুটবল বিশ্বের দুই মহাশক্তি—ব্রাজিল ও আর্জেন্টিনাকে। পুরো টুর্নামেন্ট জুড়ে থাকা উত্তেজনা এখন ফাইনালকে ঘিরে উৎসবের রূপ নিয়েছে।
ফাইনাল কবে, কোথায়?
টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর ২০২৫। ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
ফাইনালে মুখোমুখি হবে- আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন) বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)
ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
স্টেডিয়ামে থাকছেন দুই ফুটবল কিংবদন্তি
ফুটবল রোমাঞ্চকে আরও বাড়িয়ে দিতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন দুজন বিশ্বখ্যাত আইকন-
কাফু, ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ক্লডিও কেনিজিয়া, আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার।
এছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন দর্শক পাচ্ছেন এসব কিংবদন্তির সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ।
উদ্বোধনী দিনেই ছিল জমজমাট আয়োজন
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নগর বাউল জেমস তাঁর দারুণ লাইভ পারফরম্যান্স দিয়ে স্টেডিয়াম মাতিয়ে তুলেছিলেন, যা পুরো প্রতিযোগিতার আমেজ আরও বাড়িয়ে দেয়।
ফাইনালের বিশেষ আকর্ষণ
এই ফাইনাল শুধু ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা নয় এটি বাংলাদেশের তরুণ ফুটবল প্রতিভা, আন্তর্জাতিক মানের আয়োজন ও লক্ষ দর্শকের উচ্ছ্বাসের এক অসাধারণ মিলনমেলা।
ঢাকার রাস্তায় ইতোমধ্যেই ফুটবলভক্তদের ঢল দেখা যাচ্ছে, যা জানিয়ে দিচ্ছে ফাইনাল ঘিরে উত্তেজনা কতটা তুঙ্গে।
যেভাবে দেখবেন সরাসরি
দর্শকরা চাইলে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন আনন্দবাজার-এ ।
সব খেলার আপডেট এক জায়গায়
গুগলে শুধু ‘আনন্দবাজার’ লিখে সার্চ করে ওয়েবসাইটে গিয়ে ‘Sports’ ক্যাটাগরিতে সব ম্যাচের সর্বশেষ আপডেট পাওয়া যাবে।এছাড়াও ফেসবুক পেজটি ফলো করলেই পাবেন সব খেলার লাইভ স্কোর, হাইলাইটস ও ব্রেকিং আপডেট।




