ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করা দুই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

এদিকে, দুদকের সামনে ‘ছাত্র-জনতার’ ব্যানারে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের ১৭ মাসের সম্পদ-হিসাব প্রকাশের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, “দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশনকে ঘেরাও করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, মাহফুজ আলম দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছেন। এছাড়া, উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব ব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে। তাই যুব অধিকার পরিষদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনের কাছে আহ্বান জানানো হয়েছে, এসব অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে সত্য উদঘাটন করা হোক।

বক্তারা অভিযোগ করেছেন, যে সরকারই ক্ষমতায় আসে, দুদক সেই সরকারের ছায়াতলে কাজ করছে। এজন্য দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ দেখা যায় না।

সংবাদটি শেয়ার করুন