ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এনআইসিভিডির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৪৯

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার লিখিত অংশের ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ৩৪৯ জন প্রার্থী পরবর্তী ধাপে উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব পদে নিয়োগ দেওয়া হবে সেগুলো হলো—কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডেটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার, লিনেন কিপার, রিসিপশনিস্ট, টেলিফোন অপারেটর, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, টেকনিশিয়ান (হার্ট অ্যান্ড লাং) এবং গাড়িচালক।

৫ ডিসেম্বর অনুষ্ঠিত এই লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। নির্দিষ্ট কয়েকটি পদের ক্ষেত্রে লিখিতের পর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় সফল হওয়া প্রার্থীরাই চূড়ান্ত পর্যায়ের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। মৌখিক পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট এবং টেলিটকের মাধ্যমে পরে জানানো হবে।

প্রতিষ্ঠানটির উপপরিচালক মুনীর আহমদ খানের স্বাক্ষরে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন