ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে মধ্যরাতে ফের ভূমিকম্প, কীসের ইঙ্গিত?

সিলেটে মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়, যা স্থানীয়দের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে।

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পন এবং ঠিক পাঁচ মিনিট পর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫ এবং এর গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩, যার উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এ ছাড়া আরও কয়েক দফায় অঞ্চলে ভূকম্পন নথিভুক্ত হয়েছে। রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার। একই রাতে ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প ঘটে। এটি উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে উৎপত্তি লাভ করে বলে ভারতীয় পর্যবেক্ষণ কেন্দ্র জানায়।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটে রাজধানী ঢাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার এবং উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর–উত্তরপূর্ব দিকে এবং নরসিংদী থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে।

সংবাদটি শেয়ার করুন