বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি জানতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তিনি প্রায় এক ঘণ্টারও বেশি সময় হাসপাতালে অবস্থান করেন। এ সময়ে খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ টিমের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। চিকিৎসকরা তাঁকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা পদ্ধতি এবং পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।
চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থাকে এখনো ‘গুরুতর’ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা স্থিতিশীল থাকাটা সামগ্রিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।




