ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাপিটাল মেশিনারি আমদানিতে শিথিলতা, বিল পরিশোধে বিশাল ছাড়

দেশের শিল্প খাতে বিনিয়োগ বাড়ানো ও উৎপাদন সক্ষমতা উন্নয়নে পুঁজিসামগ্রী আমদানির প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শিল্প প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ক্যাপিটাল মেশিনারি তিন বছর মেয়াদি ইউজেন্স ভিত্তিতে আমদানি করা যাবে এর জন্য আর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পূর্বানুমতি লাগবে না।

বুধবার (১০ ডিসেম্বর) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে জানানো হয়, বিডার ফরেন লোন/সাপ্লায়ার্স ক্রেডিট স্ক্রুটিনি কমিটির ১৮৬তম সভার সিদ্ধান্ত অনুসারে এই ছাড় দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।

বর্তমানে শুধুমাত্র ক্যাপিটাল মেশিনারি আমদানির ক্ষেত্রেই তিন বছরের ইউজেন্স সুবিধা চালু ছিল। তবে নতুন নির্দেশনা কার্যকর হওয়ায় জাহাজ, ভারী যন্ত্রপাতি, বিশেষায়িত শিল্প সরঞ্জামসহ বিস্তৃত পরিসরের ক্যাপিটাল মেশিনারিও এই সুবিধার আওতায় আসবে।

শিল্প উদ্যোক্তারা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এই নীতিগত শিথিলতা আমদানি অর্থায়নের জটিলতা দূর করবে, একই সঙ্গে শিল্প বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হবে। উৎপাদনমুখী খাতগুলো বিশেষভাবে উপকৃত হবে বলে তাদের অভিমত।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, দীর্ঘমেয়াদী এই আমদানি সুবিধা দেশের শিল্পায়ন প্রক্রিয়ায় ইতিবাচক গতি সঞ্চার করবে এবং সামগ্রিক অর্থনীতিতে প্রবৃদ্ধির সুযোগ তৈরি করবে।

সংবাদটি শেয়ার করুন