ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন অর্থ উপদেষ্টা

দীর্ঘ সময় বিক্ষোভকারীদের অবরোধে আটকে থাকার পর অবশেষে পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে সচিবালয় ত্যাগ করতে সক্ষম হন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় থেকে বেরিয়ে যান। এর আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

২০ শতাংশ সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে দুপুর ২টার পর থেকে মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নেন। তারা হ্যান্ড মাইক ব্যবহার করে ‘ভুয়া ভুয়া’ স্লোগানসহ নানা দাবিতে কর্মসূচি চালিয়ে যান।

সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার একাধিক নির্দেশনা জারি করেছিল। তবুও নির্দেশনা উপেক্ষা করে সচিবালয় এলাকায় প্রতিদিনই নানা দাবিতে আন্দোলন চলছে।

সংবাদটি শেয়ার করুন