রাজধানীর মতিঝিল থানাধীন এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতদেহটি মঙ্গলবার রাতে মতিঝিলের আরামবাগ এলাকার করিম ভিলা নামের ভবনের চতুর্থ তলা থেকে উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা মৃত্যুর রহস্য আরও জটিল করে তুলেছে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
তিনি আরও জানান, প্রযুক্তি সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এসআই আরমান বলেন, ঘটনার তদন্তে আইনগত প্রক্রিয়া এখনও চলমান।




