ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানবাধিকার রক্ষার বার্তায় রাজধানীতে শোভাযাত্রা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ‘মানবিক আন্দোলন বাংলাদেশ’ এর উদ্যোগে। বুধবার (১০ ডিসেম্বর) শোভাযাত্রাটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত সড়ক পথে মিছিল করেছে এবং শেষ হয়েছে আবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে।

এ কর্মসূচিতে সুপ্রিম কোর্টের আইনজীবীসহ বিভিন্ন পেশা ও শ্রেণির কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ‘মানবিক আন্দোলন বাংলাদেশের’ প্রধান সংগঠক অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন আদিল। বিশেষ সহযোগিতায় ছিলেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম মোক্তাদির উজ্জ্বল।

অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ বলেন, “আজ বিশ্ব মানবাধিকার দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য হলো ‘মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়’। প্রতিপাদ্যের সঙ্গে মিলিয়ে আমি বলতে চাই, মানবাধিকার প্রতিটি মানুষের জন্মগত মর্যাদা, সাম্য ও অধিকারের কথা বলে। কিন্তু বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে সেই মানবাধিকার বারবার লঙ্ঘিত হয়েছে। মানবতা ভুলণ্ঠিত হয়েছে, মানবাধিকারের আলো ম্লান হয়েছে, স্বাধীনতা শৃঙ্খলিত হয়েছে। প্রায় ১৬ বছর ধরে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে আমাদের দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে।”

তিনি আরও বলেন, “বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, ‘ক্রসফায়ার’ বা কথিত বন্দুকযুদ্ধের নামে বিনা বিচারে হত্যা, বহু মানুষকে ‘গুম’ বা জোরপূর্বক নিখোঁজ করার মতো মানবাধিকার লঙ্ঘণ করেছে পতিত আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক দমন-পীড়ন, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করে হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার এবং সভা-সমাবেশের সাংবিধানিক অধিকারে বাধা দেওয়ার মতো হেন এমন কোনো জঘন্য কাজ নেই যা আওয়ামী লীগ সরকার করেনি। ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘণকারীদের সেই সুপিরিয়র কমান্ডার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানবাধিকার লঙ্ঘণের দায়ে তার সর্বোচ্চ শাস্তি হয়েছে। তাই মানবাধিকর লঙ্ঘণ করে কেউ পার পাবে না।”

সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন