ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ ৩২ জন নিজ দেশের জেলেকে ফেরত পেয়েছে, আর ৪৭ জন ভারতীয় জেলেকে হস্তান্তর করেছে। এই কার্যক্রমে উভয় দেশের কোস্ট গার্ড সমুদ্রপথে সহায়তা করেছে।
মোংলা কোস্ট গার্ড বেইসের বিসিজিএস কামরুজ্জামান জাহাজের অধিনায়ক কমান্ডার শুয়াইব বখতিয়ার রানা জানিয়েছেন, বাংলাদেশ নৌবাহিনী গত ১২ জুলাই ও ২ আগস্ট আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে অবৈধভাবে মাছ ধরার সময় ৪৭ জন ভারতীয় জেলেকে আটক করে।
অন্যদিকে, ভারতীয় কোস্ট গার্ড গত ১২ ও ১৭ সেপ্টেম্বর বাংলাদেশি জলসীমায় অনধিকারভাবে মাছ ধরার অভিযোগে ৩২ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যস্থতায় বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়।
এর ধারাবাহিকতায় ৯ ডিসেম্বর বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ৪৭ জন ভারতীয় জেলেকে ৩টি ফিশিং বোটসহ ভারতের কোস্ট গার্ডকে হস্তান্তর করা হয়।
একই সময়ে ভারতীয় কারাগারে থাকা ৩২ জন বাংলাদেশি জেলেকে ১টি ফিশিং বোটসহ বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে। আরেকটি বোট গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশি জেলেরা ভারতের কারাগারে তিন মাস এবং ভারতীয় জেলেরা বাংলাদেশের কারাগারে চার মাস অবস্থান করেছিলেন।
এরপর মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে বাংলাদেশি জেলেদের বোটসহ আনা হয় এবং তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।




