ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১০ম গ্রেডে উন্নীত হলো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১ থেকে ১০-এ উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় দেশে মোট ৬৫,৫০২ জন প্রধান শিক্ষক নতুন বেতন গ্রেডে বেতন পাবেন। এ তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার একটি চিঠির মাধ্যমে প্রকাশিত হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক উপসচিব জানিয়েছেন, গত ৩ ডিসেম্বর ২০২৫-২৬ অর্থবছরের ৮ম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরপর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

আগে আদালতের নির্দেশে রিট আবেদনকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ইতিমধ্যে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছিল। তাদের ধারাবাহিকতায় এবার বাকি ৬৫,৫০২ প্রধান শিক্ষকের বেতনও উন্নীত করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ উভয়ই এই প্রস্তাবে সমর্থন করেছে ।

নতুন গ্রেড অনুযায়ী, প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। এর আগে ১১তম গ্রেডে বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩৪ টাকার মধ্যে ছিল। নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন শীঘ্রই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি হবে।

সংবাদটি শেয়ার করুন