ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘মাদকসেবীদের জন্য আলাদা কারাগার, আয়ও হবে বন্দিদের’

মাদকসেবীদের পুনর্বাসন নিশ্চিত করতে আলাদা কারাগার তৈরির পরিকল্পনা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, সেখানে বন্দিরা যেন পরিবারের জন্য কিছু আয় করতে পারে, সে ব্যবস্থা রাখা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নরসিংদী জেলা কারাগারে অধিকাংশ আসামীই মাদকসেবী এবং মাদকের কোনো উপকারিতা নেই। তিনি জনগণকে এ বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দেন।

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান সহিংসতা প্রসঙ্গে তিনি জানান, এলাকাটির মানুষ কিছুটা অসহিষ্ণু, বিশেষত খুনাখুনি ও মারামারি প্রায়ই ঘটে। সন্ত্রাসীরা অবাধে অপকর্ম চালাচ্ছে এবং তাদের হাতে অস্ত্রও রয়েছে। এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে শিগগিরই অপারেশন চালানো হবে।

এ বছরের ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮২৬ বন্দি পালিয়ে যান এবং ৮৫টি আগ্নেয়াস্ত্রসহ ৭ হাজারের বেশি গুলি লুট হয়। এখনও ১৮৪ জন পলাতক আসামি ধরাছোঁয়ার বাইরে, আর উদ্ধার হয়নি ২৯টি অস্ত্র ও পাঁচ হাজারের বেশি গুলি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগার থেকে খোয়া যাওয়া অস্ত্রের বিষয়টি অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং এসব উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

রায়পুরা উপজেলার নিলক্ষা এলাকায় আধিপত্যের সংঘর্ষে সম্প্রতি একজন নিহত ও ১০ জন গুলিবিদ্ধ হন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশির দশক থেকে এই এলাকা আধিপত্য নিয়ে সংঘর্ষে অস্থির।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, খাবার ব্যারাকসহ অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন। এসময় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন