ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলের নিলামে থাকছে না যেসব তারকা

আইপিএল ২০২৫-এর মিনি নিলাম বসছে আগামী ১৬ ডিসেম্বর, আর এর আগেই প্রকাশিত হয়েছে ৩৫৯ ক্রিকেটারের নিলাম তালিকা। তবে এই তালিকায় জায়গা নেই কয়েকজন বড় তারকার যা দেখে অবাক হয়েছেন অনেক সমর্থকই।

রবিচন্দ্রন অশ্বিন

আইপিএলের শুরু থেকে প্রতিটি মৌসুমে খেলা অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আর থাকছেন না এ টুর্নামেন্টে। আইপিএলকে বিদায় জানিয়ে তিনি এখন মনোযোগ দিচ্ছেন অন্য লিগে। নতুন মৌসুমে তাকে দেখা যাবে বিগ ব্যাশে, সিডনি থান্ডার্সের হয়ে পুরো মৌসুম খেলতে।

সাকিব আল হাসান

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান একসময় আইপিএলের নিয়মিত মুখ ছিলেন। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্স দলে নিলেও পরে পারিবারিক কারণে সরে দাঁড়ান। এর পর আর তাকে আইপিএলে দেখা যায়নি।

লিটন দাস

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ২০২৩ আইপিএলে কেকেআরের হয়ে মাত্র এক ম্যাচ খেলেছিলেন। ব্যাট হাতে বর্তমানে দারুণ ফর্মে থাকা সত্ত্বেও এবার তার নাম নেই নিলামে যা ভক্তদের জন্য চমকই বলতে হবে।

গ্লেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল আগেই জানিয়ে রেখেছিলেন তিনি নিলামে থাকছেন না। একসময় পাঞ্জাব কিংস তাকে ৪ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিলেও সাম্প্রতিক মৌসুমগুলোয় তেমন প্রভাব দেখাতে না পারায় এবার নিজেই সরে দাঁড়িয়েছেন।

ফাফ ডু প্লেসি

দিল্লী ক্যাপিটালস নতুন মৌসুমের আগে ফাফ ডু প্লেসিকে ছেড়ে দিয়েছে। মাঠে ছিলেন দলের সহ-অধিনায়ক হিসেবে। ১৫৪ ম্যাচ খেলা ফাফ ছিলেন আইপিএলের পরিচিত মুখ, এমনকি আরসিবির অধিনায়ক হিসেবেও সফল সময় কাটিয়েছেন। তবে এবার তিনি আইপিএলের বদলে একই সময়ে হওয়া পিএসএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

মঈন আলী

ইংলিশ অলরাউন্ডার মঈন আলী আইপিএলে ৮ মৌসুম খেলেছেন, যার মধ্যে ৪ মৌসুম চেন্নাই সুপার কিংসে। সর্বশেষ ছিলেন কেকেআরে। কিন্তু এবার নিলামে নেই তার নাম তিনি নির্বাচন করেছেন পিএসএল।

আন্দ্রে রাসেল

কেকেআরের দুই ক্যারিবিয়ান স্তম্ভ আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন একসময়ে ছিলেন দলের শক্তির প্রতীক। এবার বদলে গেছে চিত্র। রাসেল ক্রিকেটার হিসেবে নয়, কেকেআরের পাওয়ার কোচ হিসেবে থাকছেন, ফলে নিলামে নেই তার নাম। নারাইন অবশ্য আগের মতো ক্রিকেটার হিসেবেই খেলবেন।

এবারের মৌসুমে কেকেআরের কোচিং স্টাফেও বড় পরিবর্তন-

পাওয়ার কোচ: আন্দ্রে রাসেল

হেড কোচ: অভিষেক নায়ার

সহকারী কোচ: শেন ওয়াটসন

বোলিং কোচ: টিম সাউদি

আইপিএল নিলামে বাংলাদেশের প্রতিনিধি ৭ ক্রিকেটার

সবাই বোলার, এবং তাদের ভিত্তিমূল্য হলো-

মুস্তাফিজুর রহমান – ২ কোটি রুপি

রিশাদ হোসেন – ৭৫ লাখ রুপি

তাসকিন আহমেদ – ৭৫ লাখ রুপি

তানজিম হাসান সাকিব – ৭৫ লাখ রুপি

শরিফুল ইসলাম – ৭৫ লাখ রুপি

নাহিদ রানা – ৭৫ লাখ রুপি

রাকিবুল হাসান – ৩০ লাখ রুপি

বাংলাদেশি বোলারদের মধ্যে এবার নিলামে তুমুল প্রতিযোগিতা দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

সংবাদটি শেয়ার করুন