ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন ফ্যাসিবাদের চেষ্টা চলছে: ফুলবাড়ীয়ায় মামুনুল হক

বাংলাদেশে গণতান্ত্রিক অংশীদারিত্ব সংকুচিত করে একদলীয় রাজনৈতিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তার অভিযোগ—দেশের রাজনীতিতে অন্যান্য দলের অবস্থান দুর্বল করার মধ্য দিয়ে আবারও ফ্যাসিবাদী প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠছে।

বুধবার দুপুরে ফুলবাড়ীয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণ-সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। “জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচন-কালীন লেভেল প্লেয়িং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠার দাবি”—এই শিরোনামে সমাবেশটির আয়োজন করা হয়।

সমাবেশে মামুনুল হক আরও বলেন, অতীতে যেমন একটি দল রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে ফ্যাসিবাদের চর্চা করেছিল, তেমনি এখনো কেউ কেউ পালাবদলের নামে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। তার ভাষায়, “বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে প্রতিহত করেছে; নতুন কোনো ফ্যাসিবাদকে এই মাটিতে স্থান দেওয়া হবে না।” তিনি দাবি করেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে “ইসলামিক বাংলাদেশ” এবং “জুলাই সনদ-ভিত্তিক বাংলাদেশ”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি শায়খুল কুররা হাফেজ আব্দুল লতিফ। এতে বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন সহ আরও অনেক কেন্দ্রীয় নেতা। ময়মনসিংহ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন এবং মুফতি আব্দুল কাদেরসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন