জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে নয়, বরং আসন্ন নির্বাচনে হ্যাঁ ভোটের প্রচারণার জন্য অংশগ্রহণ করছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারা সংস্কারের অর্জনগুলো বাস্তবায়ন করতে চান।
আজ বুধবার (১০ ডিসেম্বর) ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “অনেকেই জিজ্ঞেস করছেন, আমরা কয়টি আসন পাব বা প্রত্যাশা করছি। আমরা ক্ষমতার জন্য এই নির্বাচন করছি না। সিটের সংখ্যা বিবেচনা করেও আমরা নির্বাচন করছি না। সিট নিশ্চিত করতে চাইলে আমরা কোনো না কোনো জোটে যেতাম।”
নির্বাচনের মূল লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, “আমাদের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দেওয়ার। তারা জনগণের কাছে গিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করবে। কারণ ‘হ্যাঁ’ মানে সংস্কার। হ্যাঁ মানে আমরা গণ-অভ্যুত্থানের পরে যে অগ্রগতি করেছি, সেটাকে অব্যাহত রাখা এবং আমাদের সংস্কারের অর্জনগুলো বাস্তবায়ন করা।”
নাহিদ ইসলাম প্রাথমিক মনোনয়নে যারা নির্বাচিত হয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “যারা প্রাথমিক তালিকায় আসতে পারেননি, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে—আমরা অবশ্যই তাদের বিবেচনা করব।”
এনসিপি নেতা আখতার হোসেন বলেন, “মনোনয়ন দেওয়া হয়েছে নাগরিকদের স্বার্থ এবং যোগ্যতার ভিত্তিতে। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।”




