ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি ঘোষণা করল ১৪ নারী প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) দলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়তালিকায় ১৪ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দলটি, যা নারী নেতৃত্বরাজনৈতিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

এনসিপির মনোনয়নপ্রাপ্ত নারীরা হলেন: মনিরা শারমিন (নওগাঁ-৫), দিলশানা পারুল (সিরাজগঞ্জ-৩), দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) (সিরাজগঞ্জ-৪), ডা. মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১), তানহা শান্তা (ময়মনসিংহ-১১), ডা. তাসনিম জারা (ঢাকা-৯), নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২), ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭), ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০), সৈয়দা নীলিমা দোলা (ফরিদপুর-৩), ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২), অ্যাডভোকেট হুমায়রা নূর (নোয়াখালী-৫), সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০) এবং অ্যাডভোকেট মনজিলা সুলতানা (খাগড়াছড়ি)।

মনোনয়ন পাওয়ার পর এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, “দলের মনোনয়ন তালিকায় বিভিন্ন ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে গণভোটে অংশগ্রহণ করবেন।”

মনোনয়নপ্রাপ্ত ডা. তাজনূভা জাবীন বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জানি, আমি শুধুমাত্র নিজের জন্য এই পথ বেছে নিইনি। যারা আমার ওপর বিশ্বাস রাখেন, যারা আমাকে ভালোবাসেন ও অনুপ্রেরণা দেনতাদের আমি হারতে দিতে চাই না। আমি আশা করি, এনসিপি বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

সংবাদটি শেয়ার করুন