ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মা-মেয়েকে হ’ত্যা: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর মোহাম্মদপুরে গৃহবধূ লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) হত্যা কাণ্ডের পর আত্মগোপনে ছিলেন গৃহকর্মী আয়েশা।

বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার স্বামী রাব্বীকেও পুলিশ আটক করে। ঘটনার পর আয়েশা পালিয়ে তার স্বামীর কাছে ঝালকাঠিতে গোপন হয়ে ছিলেন। পুলিশ জানায়, স্বামী রাব্বীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডে তার কোনও সংশ্লিষ্টতা থাকলে তাকে গ্রেফতারের আওতায় আনা হবে।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা সংবাদমাধ্যমকে জানান, হত্যার পর থেকে মোহাম্মদপুর থানা পুলিশ আসামি গ্রেফতারে অভিযান চালাচ্ছিল। দেশের বিভিন্ন এলাকায় গত দুইদিন ধরে অভিযান পরিচালিত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বামী রাব্বীকেও আটক করা হয়েছে।

জুয়েল রানা আরও বলেন, দুজনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে পুলিশ সদস্যরা রওয়ানা হয়েছেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য সামনে আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন