ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে কড়াকড়ি, দুশ্চিন্তা বাড়লো ভারতীয়দের

যুক্তরাষ্ট্রের নতুন ব্যাকগ্রাউন্ড চেক নীতির কারণে ভারতীয় এইচ-১বি ভিসা আবেদনকারীদের জন্য বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। অনেকের সাক্ষাৎকারের নির্ধারিত সময়সূচি পরিবর্তন করে পরবর্তী বছরের জন্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এই বিষয়ে ভারতের মার্কিন দূতাবাস একটি পরামর্শ বিজ্ঞপ্তি জারি করেছে।

সোশ্যাল মিডিয়া ভেটিং বা ব্যাকগ্রাউন্ড স্ক্রিনিং হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল ও কার্যক্রম যাচাই করা হয়। প্রাথমিকভাবে এটি কর্মসংস্থান বা অন্যান্য অফিসিয়াল যাচাইয়ের জন্য প্রযোজ্য।

নয়াদিল্লির মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, যদি আপনি ইমেইলে পুনঃনির্ধারিত সাক্ষাৎকারের নোটিস পান, তাহলে মিশন ইন্ডিয়া নতুন তারিখে আপনাকে সেবা প্রদান করবে। পূর্বনির্ধারিত তারিখে পৌঁছালে কনস্যুলেটে প্রবেশাধিকার দেওয়া হবে না।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি থেকে মাসের শেষ পর্যন্ত নির্ধারিত সাক্ষাৎকারগুলো পুনঃনির্ধারণ করে ২০২৬ সালের মার্চে পাঠানো হচ্ছে। কতজন আবেদনকারী এতে প্রভাবিত হয়েছেন, তা স্পষ্ট নয়।

এক ইমিগ্রেশন ল ফার্মের অ্যাটর্নি স্টিভেন ব্রাউন জানিয়েছেন, মিশন ইন্ডিয়ার পদক্ষেপ আমাদের আগের তথ্যের সঙ্গে মিলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া ভেটিংয়ের কারণে কিছু অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে মার্চে সরানো হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকার সম্প্রসারিত স্ক্রিনিং ও ভেটিং প্রক্রিয়া চালু করেছে, যাতে এইচ-১বি আবেদনকারীরা এবং তাদের এইচ-৪ নির্ভরশীলদের সামাজিক মিডিয়া প্রোফাইল যাচাই করা হবে। নির্দেশনায় বলা হয়েছে, সকল প্রোফাইলের প্রাইভেসি সেটিং ‘পাবলিক’ রাখতে হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) থেকে কর্মকর্তারা আবেদনকারীদের অনলাইন উপস্থিতি খতিয়ে দেখবেন, যাতে কেউ জাতীয় বা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে কিনা তা যাচাই করা যায়। শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের ক্ষেত্রে এই ধরনের যাচাই আগেও চলতো। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রতিটি ভিসার জন্য ন্যায়নির্ণয় একটি জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত।

এদিকে, ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ এইচ-১বি প্রোগ্রামের ওপর নতুন চাপ সৃষ্টি করছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে নতুন এইচ-১বি ভিসার জন্য এককালীন ১ লাখ ডলার ফি আরোপ করা হয়েছে, যা ভারতীয় কর্মীদের ওপর বড় প্রভাব ফেলতে পারে। এছাড়া আফগান বংশোদ্ভূত এক ব্যক্তির গুলিতে মার্কিন ন্যাশনাল গার্ডের দুই সদস্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ১৯টি দেশ থেকে আগতদের গ্রিন কার্ড, নাগরিকত্ব ও অন্যান্য অভিবাসন সংক্রান্ত সুযোগ স্থগিত করেছে।

সংবাদটি শেয়ার করুন