ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি–জামায়াতের বিদ্রোহীদের সুযোগ দেবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রাথমিক এই তালিকায় ১২৫ জন প্রার্থী মনোনয়ন পেয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ফাঁকা আসন গুলোতে তারা বিএনপি ও জামায়াত-ই-ইসলামীর বিদ্রোহী প্রার্থীদের মনোয়ন দিতে প্রস্তুত।

প্রার্থীদের মনোনয়ন বিষয়ে এনসিপি আরও জানিয়েছে যে, তারা এমন প্রার্থীদের মনোনয়ন দিতে চায় যারা রাজনৈতিক সংস্কার সমর্থনকারী এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ রক্ষাকারী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত।

১০ ডিসেম্বর, বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “প্রথম ধাপে আমরা ১২৫ জন প্রার্থীকে মনোনয়ন দেব।”

বিএনপি ও জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে নাসীরুদ্দীন আরও জানান, “দ্বিতীয় ধাপে আমরা বিএনপির যারা বিদ্রোহী এবং রাজনৈতিক সংস্কারের পক্ষে তাদের মনোনয়ন দেব, পাশাপাশি জামায়াতের বিদ্রোহী প্রার্থীদেরও মনোনয়ন দেয়া হবে।”

তিনি আরো বলেন, “যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সঙ্গে যোগাযোগ কানেকশন আছে, সংসদে প্রতিনিধিত্ব করতে চান তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে।”

বিদ্রোহী প্রার্থীদের সংখ্যা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে অনেকেই যোগাযোগ করছেন। দেখেন না মাঠে আগুন জ্বলা বন্ধ হয়েছে মানে যোগাযোগ শুরু করেছে।”

সংবাদটি শেয়ার করুন