ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষ, যেকোনো সময় তফসিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশন (ইসি) প্রধান এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর তারা বের হন দুইটায়। তবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ইসির প্রতিনিধি কোনো মন্তব্য না করে গণমাধ্যমের সঙ্গে এড়িয়ে যান। সকাল ১১টা থেকে বঙ্গভবনের বাইরে অপেক্ষা করছিলেন সাংবাদিকরা, কিন্তু তারা কোনো বক্তব্য পাননি।

প্রথা অনুযায়ী, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতিকে সব প্রস্তুতি জানানো হয়। এর পর প্রধান নির্বাচন কমিশনার বিটিভি-বেতারের মাধ্যমে ভোটের তফসিল প্রকাশ করবেন।

এদিন বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ডিং করার কথা রয়েছে। সকাল থেকেই ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন